এখনও আমি ছুটে যাই বিশ্বসাহিত্য কেন্দ্রে
ছুটে যাই কবিতা ক্যাফে,
এখনও ছুটে যাই আমি, অপেক্ষায় থাকি প্রতিবছর বইমেলা আসবে
আপনি আসবেন, আপনার সাথে দেখা হবে
অপরাধ গুলো মাথা পেতে নিয়ে বলবো ক্ষমা করে দিন আমাকে।
আমি জানি ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই
তবু ভালোবেসে ছিলাম শুধু আপনাকে,
আপনাকে খুঁজি ব্যস্ত শহরের মোড়ে অলিগলি ঘুরে
আজও আপনাকে খুঁজি, আজও আপনাকেই ভালোবাসি।
যদি একটিবার দেখা হয়ে যেতো আপনার সাথে
মানুষ যেমন পুজো দেয়, দুহাত এক করে ক্ষমা চায় ইশ্বরের কাছে
আমিও আপনার কাছে ক্ষমা চাইতাম কাকুতি-মিনতি করে।
আপনার সাথে পরিচয় হয় সোহরাওয়ার্দী উদ্যানে
প্রথম দেখা চোখে চোখ রাখা দুজনের মাঝে কথা, কি মিষ্টি আপনার কণ্ঠ।
আপনার দুচোখে সেদিন আমার জগৎ দেখতে পেয়েছি
সেদিন থেকে আপনার তরে আমি অন্ধ হয়েছি, সেদিন হতে আমি অন্ধ।
আচ্ছা আপনি আজও বিশ্বসাহিত্য কেন্দ্রে আসেন
আসেন কবিতা ক্যাফে,
বইমেলা শুরু হলে প্রতিবছর আসেন বইমেলায়?
খুব ইচ্ছে হয় এই অন্ধ চোখে আপনাকে আবার দেখি
কেমন আছেন আমার পবিত্র দেবী।