একটি মেয়ে দূর দেশে থাকে
সে ফুল ভালোবাসে,
তাকে যে ভালোবাসে
সে যেন ফুল ভালোবাসে।
মেয়েটির চোখ মায়াবী
মেয়েটির মুখে চাঁদের হাসি,
কেউ কি কখনো বলেছে
মেয়ে তোমায় ভালোবাসি?
মেয়েটিকে যে ভালোবাসে
সে যেন রোজ ফুল নিয়ে আসে,
ফুল ছাড়া কি ভালোবাসা বাঁচে
মেয়েটি দূর দেশে থাকে।
ঐ মেয়েটিকে নিয়ে
লিখে কত কবিতা গান,
মেয়েটি কি জানে
কেনো কাঁদে প্রাণ!
ও হবে সুখী
যার ভাগ্যে আছে এমন ভাগ্যবতী,
মেয়েটি মেধাবী
মেয়েটির দূর দেশে বাড়ি।