ভালোবাসার কাঙ্গাল আমি
আমার কেহ নাই
ও বন্ধু রে
তোমার ভালোবাসা আমি চাই
ও বন্ধু রে
তোমার ভালোবাসা আমি চাই
ও বন্ধু রে
পৃথিবীর সকল জনে
এনে যদি দেয় ভালোবাসা মোরে
তবু আমি তোমাকে চাই
ও বন্ধু রে
আমি অধম তোমাকে চাই
তোমার ঐ রূপটি দেখে
অধম যেন মরতে পারে
তুমি ছাড়া অধমের কেহ নাই
ও বন্ধু রে
তোমার ভালোবাসা আমি চাই
ও বন্ধু রে
ফুল দিলে কি জ্বালা ভুলে
যে জ্বালায় দেহ পুড়ে
দেহ পুড়ে হয়ে গেছে ছাঁই
ও বন্ধু রে
যে জ্বালায় দেহ পুড়ে ছাঁই
তোমার পরশ পাইলে
কয়লা হইয়া যায় গহনা ভবে
সে বিদ্যা আমার জানা নাই
ও বন্ধু রে
তোমার ভালোবাসা আমি চাই