প্রেম করিয়া অকালে মরছি
ও সখী
প্রেম করিয়া অকালে মরছি
আমার ছয় প্রেমিকা
করে শুধু ছলনা
আমারে ভালো তো বাসে না
ও সখী
প্রেম করিয়া অকালে মরছি
ছয়জনে ছয় মতে
চালায় আমায় দিনে রাতে
ছয়জনে একজনে হয় না
ও সখী
প্রেম করিয়া অকালে মরছি
তিন তলা স্বাদের বাড়ি
ঝগড়া করে তাদের করি
শান্তি তো আমারে দেয় না
ও সখী
প্রেম করিয়া অকালে মরছি
মনের ভেতর মনের মানুষ
হইয়া সে বেহুশ
এখন তো জাগ্রত হয় না
ও সখী
প্রেম করিয়া অকালে মরছি
যদি বন্ধুর ঘুম ভাঙিতো
অধমের জনম ধন্য হইতো
মরার আগে জন্ম নিতো
ও সখী
প্রেম করিয়া অকালে মরছি