বদলে গেছে সময় বদলে গেছে সবাই
জীবন এখন আগের মত নাই
বোন হয়েছে পরের বউ, ভাই বেঁধেছে ঘর
ভাবী আমার সুখেই আছে আপন কইরা পর,
বাবা আমার দেয় কাশি এই বুঝি মরণ বাকি
মা আমার বলে চোখে এখন ঝাপসা দেখি।
বদলে গেছে সময় বদলে গেছে সবাই
জীবন এখন আগের মত নাই
দিনে দিনে বড় হচ্ছে আদরের ভাগ্নি
ও দুলাভাই সঞ্চয় কিছু জমাইছনি
বাইস্তা আমার বলে ও কাকা তুমি ক্যান এত বোকা
মানিয়া চলো আমার বাণী।
বদলে গেছে সময় বদলে গেছে সবাই
জীবন এখন আগের মত নাই
বিয়াই বিয়াইন বন্ধু স্বজন
আছে রে মন সবাই সবার মতন
তাই আমি এখন লিখি কবিতা গান
আজরাইল নেবে একদিন কেড়ে এ প্রাণ।
জীবন এখন আগের মত নাই
বদলে গেছে সময় বদলে গেছে সবাই।