সবাই যখন ছেড়ে চলে যায় আমাকে
ঠিক তখনই কবিতাকে আঁকড়ে ধরে
তার বুকে ঘুমালাম
কবিতার বুকে ঠাঁই নিলাম
কবিতার চরণে সঁপে দিলাম এই জীবন যৌবন
এখানেই এখন আমার মরণ।
সবাই যখন ছেড়ে চলে যায় আমাকে
তখনই শুরু করলাম দুঃখ কুড়াতে
নিয়ে এলাম তাকে ঘরে
রইলো সে কবিতার ছন্দ কবিতার আনন্দ হয়ে
দুঃখই হইলো কবিতার প্রাণ
কবিতা গাইলো ছন্দে আনন্দে সুখের গান।