মানুষের মনে আঘাত দিয়ে
সুখী হওয়া যায় না প্রিয়ে
সুখ হয় মরিচীকা হাঁকে হাঁকে।
যেথায় তুমি চেয়েছ সুখ
দিয়ে মানুষের মনে দুখ
সকল সুখ লুকায়িত
সে মানুষের মনের চরণে।
পাখির সাথে বললাম কথা
বৃক্ষের সাথে বললাম কথা
লতাপাতা দিলো জবাব একই সুরে
সকল সুখ লুকায়িত
সে মানুষের মনের চরণে।
সে মনে আঘাত দিলে
সুখ তুমি পাবে কেমনে
সুখ হয় মরিচীকা হাঁকে হাঁকে।