বিপদে পড়িয়া ডাকি
হে গুরুজি,
ক্ষমা করে
দয়া করে
উদ্ধার করো
ওহে দরদি!
-২
গুরুজি সকল কথাই হয়ত ভুল,
ঘুচে গেলে চোখের ফুল।
আর হবে না আমাদের দেখা,
তাই ক্ষমা করুন আপনা।
এইযে ধর্ম, এই কর্ম
সবকিছুই তখন মরিচীকা
যদি হয় মোমিন ঈমান হারা।
-৩
নাইচা নাইচা বেঈমানে
যা দেখেন বেহেশতে,
আর মোমিন কাঁন্দিয়াও
পাইলো ঠাঁই দোজখে!
গুরুজি ঈমান রাখা বড্ড কঠিন
রাইখেন আপনার জাত সিফাতে।