সোনার গহনা পরে নারী
যাও তুমি কার বাড়ি,
ওটাই কি তোমার আপন ঘর
আপন করলে যে আজ পর!
মায়ার বাঁধন ছেড়ে নারী
গেলে বাঁধতে কার ঘরবাড়ি,
সকলের কপালে সয় কি
সুখ নামের সংসার বাড়ি?
শোনালাম সেদিন হয়েছে বিয়ে
পাশের ঘরের খাদিজার,
আজ নাকি মেডিকেলে
নির্যাতনের শিকার!