খোদারে জিগাইলাম অন্ধ বানাইলা ক্যান,
খোদা কইলো ওরে চোখ দিলে দুনিয়া ডুবাইতো অন্ধকারে।
খোদারে জিগাইলাম পঙ্গু বানাইলা ক্যান,
খোদা কইলো ওর পা ভালো থাকলে মানুষের রিজিক নষ্ট করতো।
খোদারে জিগাইলাম মানুষেরে দুঃখ দিলা ক্যান,
খোদা কইলো অতিরিক্ত সুখে মানুষ জ্বীন পরী হইয়া যায় তাই মাঝেমধ্যে দুঃখকষ্ট দেই।
খোদারে জিগাইলাম মানুষ বানাইলা ক্যান,
খোদা কইলো আমারে ভালো-বাসবার জন্য।
খোদারে কইলাম তুমি কি ভালোবাসার কাঙ্গাল,
খোদা কইলো হ্যাঁ তাই নুরে মোহাম্মদী আর নুরে মোহাম্মদী হইতে জগৎ সৃষ্টি করিয়াছি।
সবশেষে বুঝলাম খোদাও আমার মতো অসহায় ভালোবাসার কাঙ্গাল,
খোদাও প্রেম চায়, ভালোবাসুক বান্দাও তাকে ডাকুক তাকে।