মেয়েটির চোখে জল দেখে ভাবতে ছিল কবি,
সে নাগা মরিচের ঝালে কাঁদছে—
নাকি দেখাতে চাচ্ছে ভাঙা হৃদয়ের ছবি।
ও কবি, তুমি কি পারো পড়তে মানুষের হৃদয়?
হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে দেখো ঝড়,
ও বৃষ্টি, ও ঝড় মেয়েটির হৃদয় বেদনার ঘর!