মুর্শিদ আমার মারফতের খনি
খোদার ধনে ধনী তিনি
খোদার ধন রাসুলের কাছে
রাসুল দিছে মুর্শিদের হাতে
ওরে দুইজনে গিয়া লুকাইছে
খোদা রাসুল মুর্শিদের মাঝে
মুর্শিদ একমাত্র চাইলে
দয়া তোমায় করিতে পারে
আঁধার ঘরে আলো জ্বলবে
অন্ধকার ঘুচে যাবে
জ্ঞান চোখে খোদা দেখবে
দেখবে প্রাণের রাসুলকে
খোদার ধন মুর্শিদের কাছে
অধম নূর ইসলামে কয়
মুর্শিদ ভজলে পাইবা তুমি
পাইবা নিজের পরিচয়
থাকবে না আর কোন অন্ধকার
জীবন হবে সুন্দর তোমার
তাই তো ডাকি দেওয়ানবাগী জপে
রাসুলের ধন মুর্শিদের মাঝে