স্বাধীনতা তুমি কি ক্ষমতার কাড়াকাড়ি নিয়ে শিক্ষার্থীকে গুলি করে হত্যা!
স্বাধীনতা তুমি কি নববধুর বিধবা শাড়ী!
স্বাধীনতা তুমি কি ইসিবির গাড়ির পিছে ছুটে চলা সে জনতা!
স্বাধীনতা তুমি কি না বলা হাজারো মানুষের ব্যথা।
স্বাধীনতা তুমি কি? জানো স্বাধীনতা জানো তুমি?
যারা এখনও চেয়ে আছে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন নিয়ে,
যারা এখনও স্বপ্ন দেখে স্বাধীন পতাকার তলে বাঁচবে ডাল ভাত খেয়ে,
কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে,
শ্রমিকের ঘাম শুকানোর আগেই সে তার বেতন হাতে দেখবে,
স্বাধীনতা কবে আসবে সেইদিন? তবে কি তুমি পরাধীন?