মানুষ আমি হইতে পারলাম না
মানুষের থাকে হুঁশ, থাকে তার জ্ঞান দুই চক্ষু
মানুষ হয়ে মানুষ বাঁচায়
ঘুচে দেয় মানুষের দুঃখ।
হায়রে আমি মানুষ
না রাখলাম তার খোঁজ,
জ্ঞান খাটিয়ে পথ চললাম না
বের করলাম না নিজের দোষ।
অন্যের গিবত গেয়ে গেলাম
হয়ে আমি মোহ মায়ার গোলাম,
দেখলাম না মানুষের মাঝে
লুকায়িত মহা কালাম।
চল্লিশ পাড়া এই মানুষে
বুঝতে চাইলে পড়ে দেখো সে,
ত্রিশ পাড়া পবিত্র কিতাব
মানুষ আমি হইতে পারলাম না।