জলের উপর ফুলের খেলা
দেখলাম নয়নে,
তোরা বন্ধু সুখ খুঁজিস
না গিয়ে গ্রামে!
ওরে বন্ধু তোরা সুখ খুঁজিস আর কোথায়
আমি তো দেখি সুখ সেথায়।
সবুজ ঘাসে ভরা মাঠ
গরু নিয়ে খেলছে রাখাল,
সাদা বক যাচ্ছে উড়ে,
কদম ফুল আছে ফুটে—
না জানি কোন বালিকার অপেক্ষায়,
ওরে আমি তো দেখি সুখ সেথায়
প্রেম দেখি হেথায়।
দোয়েলের ডাকাডাকি,
কৃষকের ছুটাছুটি,
কাদামাটি মাখা দেহ—
সহজ সরল মানুষ একি,
তোদের শহরে কি আর
এমন মানুষ পাওয়া যায়?
ওরে বন্ধু সুখ দেখি
সহজ সরল মানুষ দেখি,
আমি তো বারেবার যেতে চাই সেথায়
প্রেম দেখি হেথায়।
জলের উপর ফুলের খেলা
দেখলাম নয়নে,
তোরা বন্ধু সুখ খুঁজিস
না গিয়ে গ্রামে!
যানজটের শহরে এমন সুখ নাই,
মন কেড়েছে, নয়ন জুড়িয়েছে
রোজ সকালে শান্তির পায়রা উড়ায়।