এইযে দেখো মানুষগুলো কেমন হয়ে যাচ্ছে
হিংস্র বাঘের মতো একে অপরকে মারছে,
ছাত্র নয় যেন হিংস্র কোনো দানব!

মেট্রোরেলে রোজ সকালে দেখি কত ঘটনা
লিখেছি দেখো আজ সকালের ছোট্ট একটি বর্ণনা,
দুটি লোক অশ্লীল ভাষায় একে অপরকে গালি
বাকি লোকেরা হাসছে আবার কেউ দিলো তালি!

এক মহিলা বলল তখন
ঝগড়া করুন ইচ্ছে মতন,
করুন ঝগড়া মেট্রোরেলের বাহিরে।
ঠিক তখনই আরেকটি পুরুষ বলল
আপনি কেনো এই বগিতে,
মহিলার বগিতে গিয়ে দেন জ্ঞান
বুঝলাম তখন এই জাতির নেই আর মান।

ক্ষমতা, অর্থ, ধন, সম্পদ, গাড়ি বাড়ি হায়
ধ্বংস করেছে মনুষ্যত্ববোধ,
মানুষ গেলো কোথায়?

কেউ কাউকে ছাড় দিচ্ছে না একবিন্দু আর
দেশটায় এখন চলছে কি গুরু,
সবাই সেজেছে সরকার!