লোকাল বাসে চড়লে দেখা যায় কত ধরনের মানুষ কত রকমের কথা। একলোক সরকারের খুব প্রসংশা করছে এমন সময় আরেকলোক বলল আলুর কেজি কত! ঠিক সেসময়ে আরেকলোক বলল সাতসকালে আপনারা চুপ থাকবেন, মানুষ অফিসে যাচ্ছে আপনাদের বকবক শুনবে না এমনিতেই রাস্তার জ্যামে বিরক্ত। লোকটার কথা শেষ হতে না হতেই আরেকলোক বলে উঠলো ঐযে দেখেন একএকটা প্রাইভেটকারে একজন করে এখন যদি এখানে সাতটা বা দশটা প্রাইভেটকার হয় তাহলে কতখানি রাস্তা দখল হয়েছে! তার এই কথা মাটিতে পড়তে না পড়তেই আরেকলোক বলল একএকটা প্রাইভেটকারে একএকটা শিক্ষিত চোর।
কবিতাটি ২৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৮/১০/২০২৩, ১৭:৪১ মি: