ঐ-যে দেখো মুখে হাসি
বুকে তার দুঃখ দেখি,
সুখ নামের ছবি আঁকি
দিয়ে যায় কারে কে ফাঁকি।
চাচ্ছে মানুষ বাসতে ভালো
ছুঁইলেই দেখে ভেতর কালো,
জীবন তার এলোমেলো
নাহি আর সাজানো গেলো।
নতুন করে জন্ম নিচ্ছে
নতুন করে জন্ম হচ্ছে,
মরার আগেই মরে যাচ্ছে
এ কেমন প্রেম হলো।