দুঃখের নদী বাইতে বাইতে
সুখের দেখা সে পাবে
তাই বেয়ে যায় দুঃখের নদী
লইয়া ভাঙ্গা তরী।
হায়রে পাগল মন
কুল কিনার সে পায়না
দেখেনা তার আপন রূপ
ধুলোমাখা আয়না।
এই জ্বালা কারে বলি
অধম সে নিজেই দোষী
দেখলোনা সে রূপখানা।
সবাই শুধু চাইয়া গেলো
নিলো সবাই করে
কার ধন কোথায়
লুকাইলো কোন ঘরে।
গুরু বিনে হায়রে
পাওয়া যায়না সে ঠিকানা
দেখেনা তার আপন রূপ
ধুলোমাখা আয়না।