বহুদিন হয় মদ খাই না, মাতাল হই না
রাজপথে হাঁটি না, তোকে বলাও হয় না
এই শোন আজও তোকেই ভালোবাসি।