প্রিয় মানুষটিকে ভালো বাসতে গিয়ে
যদিগো আসে ঝড়
করো না করো না পর
প্রিয় করো না করো না পর।
অই যে শত আঁধার গভীর রাত
তাই কী ছেড়ে যায় বলো চাঁদ
আসে যে ফিরে বারে বারে
আলো দিতে কঠিন মেঘ সরে।
অই যে দেখো মায়ের কোলো
শিশু কত আনন্দে দোলে
হোক না যতই অপরাধী
মা বলেই তো তারে ডাকি।
প্রিয় মানুষটিকে ভালো বাসতে গিয়ে
যদিগো আসে ঝড়
করো না করো না পর
প্রিয় করো না করো না পর।