শহরে এসেছি করিতে আয়
এখন দেখি শহরে অনেক ব্যয়,
শহর, শহর হয়ে তার কথা বলে
মন আমার গ্রামের পথে চলে।
আমি গ্রাম হয়ে আজও আছি
শহর সাজে আলোক জ্বলাক বাত্তি,
গায়ের ঘাম ঝরে, ঝরা ঘাম কথা বলে
ফিরে পেতে সেই দিন আপন মনে।
ছেড়ে এসেছি পিতা মাতা
ছেড়ে এসেছি ভাই বোন,
ছেড়ে এসেছি ঘরের রমণী–
সন্তান, আরও কত আত্মীয় স্বজন।
শহর যার তার জন্য না, যার তার হয় না
কারো থাকে অভিযোগ, থাকে বেদনা,
ঐ যে ছেলেটার না বলা কথা
মেয়েটার মনে আছে চাপা ব্যথা।
ব্যস্ত শহরে কষ্ট বাড়ে
কেউ কারো পানে তাকায় না,
শুনেছি এই শহর টাকার কারখানা!
শহর, শহর হয়ে তার কথা বলে।