যারে আমি বাসলাম ভালো
আমারে সে বাসলো না
মনের মানুষ মনের ভেতর
একদিনও জাগলো না
জানি না কোন অভিমানে
রইলো সে ঘুমায়ে
এতো ডাকার পরেও হায়রে
দেখলো না সে তাকায়ে
মনের মানুষ মনের ভেতর
একদিনও জাগলো না
যারে আমি বাসলাম ভালো
আমারে সে বাসলো না
হায়রে যদি তার ভাঙতো ঘুম
ফুটতো আমার সুখের কুসুম
এই পোড়া কপালে সুখ হইলো না
যারে আমি বাসলাম ভালো
আমারে সে বাসলো না