এক চন্দ্র আসমানেতে
আরেক চন্দ্র আমার ঘরে।
চন্দ্র পারে আলো দিতে
আসমানের চন্দ্র আর কি পারে।
আমার ঘরের চন্দ্র
বুঝে আমার ভালো মন্দ।
না খাইলে চন্দ্রেরে দেখি
নয়ন জলে ডাকাডাকি।
খাইলে চন্দ্রের মুখে হাসি
খোদা কি চন্দ্র বানাইলি।
সেই চন্দ্রেরে পাইলে
মানব যায় দুঃখ ভুলে।
চন্দ্রের আঁচল তলে
অধম থাকিস সর্বকালে।