প্রিয় প্রেম তুমি কেমন আছো?
সময়টা এখন কেমন জানি,
জানো সবাই এখন বদলে যাচ্ছে,
কী এক অদ্ভুত সময়, নিয়ম, আর ব্যস্ততা মানুষের।
আচ্ছা প্রেম তুমিও কী বদলে গেছো?
যে হাতে হাত রেখে পথ চলা হতো
যে চোখে চোখ রেখে কথা বলা হতো,
তুমি কী তা ভুলে গেছো?
আচ্ছা প্রেম তোমার কী মনে পড়ে
মনে পড়ে সেই দিনগুলো?
আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা
আমাকে দেখতে না পেরে অসহ্য যন্ত্রণায় তুমি কাতরাতে
বিরহ, বেদনা, চোখে জল, চোখের নিচে কালো দাগ।
আমি কত্তো বোকা, এখন তো তোমার সময় নেই
তুমি বদলে গেছো
তুমি এখন আকাশে উড়ো
তোমার চোখে এখন আকাশ,
আর আমি বোকা জমিনে আজও চাষ করি
প্রিয় প্রেম তোমাকে।
প্রিয় প্রেম জানো সেদিন খুব কান্না করেছি
তোমাকে আজও কত্তো ভালোবাসি
তাই তোমার ঘৃণা, অবহেলা, আঘাত পেয়েও হাসি
যদি তুমি ভুল করে আবার আমাকেই ভালোবাসো।
তুমি আর আগের প্রেম নেই
তোমার এখন অনেক ব্যস্ততা,
তাই আমাকে ভালো বাসতে ভুলে গেছো।
প্রিয় প্রেম যতদিন বাঁচি তোমারি আছি
ঘৃণা, অবহেলা, আঘাত করলেও তোমায় ভালোবাসি,
দাও সাজা
তবু তোমার করবো পূজা।
প্রিয় প্রেম তুমি সবসময় ভালো থেকো
ভালো বাসাতে।