কারো মায়ার বাঁধনে
আমি বাঁধা নাহি রবো,
তুমি যদি বলো
হাসি মুখে চলে যাবো।
আকাশ আঁধার বলে
সকলের ঘরে বাতি জ্বলে,
মনের ঘর আঁধার কালো
নাহি জ্বালে কেহ আলো।
তুমি নেই, নেই আমার কিছু
তুমিই আমার, তোমায় পেতে-
ঘুরি তোমার পিছু পিছু।
যতবার তোমায় মনে করি
ততবার তোমার প্রেমে পড়ি,
মরিগো আমি বারে বার মরি।
কত যে প্রিয় ঐ মুখ
আঘাতেও আমি পাইগো সুখ!
তুমি যদি বলো
হাসি মুখে চলে যাবো,
দেখে তোমার ঐ প্রিয় মুখ।