ওরে পাগল মন
চোখেতে কান্দন
কেনো কান্দো
তুমি অকারণ?
দুঃখে তোমার জল ঝরে
চোখ হয়ে যায় মরুভূমি
অতি সুখে চোখে জল এলে
তারে কি বলো তুমি?
সুখের মরণ মরে
কয়জনে তা পারে
সবাই সুখের সন্ধান করে
তোমারও কি তা প্রয়োজন?
ওরে পাগল মন