আমি রং বাজারে গিয়া দেখি
চলে দুই-নাম্বারি
যত রঙিন রং আছে।
সাদাকালো রং তাই জীবনে মিশাই।।
সাদাকালো রং ভালো বেসে…
রঙের দুনিয়ায় রঙের মানুষ
হইয়া বেহুশ।
আমার আমার করি করে দুই-নাম্বারি।।
যত রঙিন রং আছে…
রং রং হলুদ রং লাল রং নীল রং।
চোখেতে লাগাইয়া রং
করে যে কত ঢং।।
কতজনে গেছে ফেসে।
রঙের খেলা দেখে হেথায়
অধম নূর ইসলাম বলে তাই।
সাদাকালো রং যার অন্তরে মেশায়।।
মানুষ হয় সে ভবে।