প্রেম সেতো মরিচীকা।
প্রেম সেতো আমার না।
প্রেম সে যেন ভুল।
প্রেম মনে হয় বেহেশতেরই ফুল।
প্রেম দুঃখের ছবি।
প্রেম যেন মনে হয় ব্যথিত এক কবি।
প্রেম মনের ক্যানভাসে আঁকা সে রংতুলি,
যে রংতুলিতে তোমায় এঁকেছি আমি।