ঘুমিয়ে গেলে জানতে নাহি পারবি তোর শত্রু কারা
তাই তো বলি ঘুমাস নে আর জাগ্রত থাক তোরা,
ওরা অনেক রসিকতা করিয়া আসে তোর ধারে
কারিয়া নেয় মহাজনের ষোলআনা চোখেরও পলকে!
ওদের আছে মায়া, ওদের আছে অদৃশ্য ছায়া,
আছে ওদের অনেক কিছু জানা,
তাই তুই সাবধানে চল রেখে পা,
অধমের পোড়া কপালখানা।
ভুলে ফুলের গন্ধে ঘুমিয়ে আছিস দিন থাকিতে
দেয় না কেনো মন সাড়া?
জানা খুব প্রয়োজন আসল শত্রু কারা।
সুন্দর এই অধমের ঘরে কারা করিলো চুরি
সর্বশ নিয়া দিলো লাগিয়ে মুখেতে চুনকালি!
অহং, মোহ, লোভ, হিংসা, আরও কতকিছু
ছয়জনের নাই মিমাংসা! হতে চায় একে অপরের যীশু।
এ বলে আমি আমি
ও বলে আমার আমার,
আর কে যে আমি নাহি চেনা হলো আর!
তাই বলি জাগ্রত হতে হবে এবার মন
নেই আর ঘুম ফুরিয়ে আসছে সময়
চিনে নে আসল শত্রু কারা,
তাই তো বলি ঘুমাস নে আর জাগ্রত থাক তোরা।