এখন আর কাউকে জিজ্ঞেস করি না
কেমন আছো।
কাউকে বলি না ভুলে গেছো।
এখন আর জানার ইচ্ছে হয় না কাউকে,
কারোর প্রতি মায়া জন্মায় না,
কারোর জন্য চোখের জল ঝরে না,
বুকে দুঃখ জমে না।
এখন যা করি নিজের জন্যেই,
যেমন “গান শুনি, কবিতা লিখি, ছবি আঁকি,
দুঃখ পেলে পাগলের মতো হাসি।
কেউ নেই দিনশেষে খোঁজ নেয়ার,
এখন আর কেউ বলে না কোথায় তুমি।
কাউকে খুঁজি না, ভালোবাসি না
এখন যতটুকু খুঁজি বা বাসি নিজেকে।
এখন যা করতে ইচ্ছে হয়,
যেমন “মাঝেমধ্যে মনটা চায়—
সমুদ্রের পারে বসে চিৎকার করে গান গাই,
পাহাড়ের উপ্রে বসে মেঘ ধরি— আর
আকাশের বুকে লিখে দেই
জীবনকে ভালোবাসো বন্ধু।