মানুষের মাথায় এখন অর্থ ঘুরে
স্বার্থ ঘুরে,
তাই মানুষ হাসতে চায় না
মরতে চায় না
চায় চিরকাল বাঁচতে।
কিন্তু আমরা চাইলে সবাই মিলে হাসতে পারি
বাঁচতে পারি—
সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে,
কারণ একদিন আমাদের মরতে হবে
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে
অর্থ আর স্বার্থ সেদিন বৃথা,
জয় হবে মানুষের
কারণ মানুষই মানুষকে কবরে নিয়ে যায়
দাফন করে।

১৪ নভেম্বর ২০২২
ঢাকা

অভিযাত্রিক-২০২৪