এই জগতের লোকে
আমায় কে কি বলে
তাতে আমার কিচ্ছু নাহি আসে
কপলাতে দুঃখ থাকুক
কিংবা গায়েতে নিন্দা
তবু আমি প্রেম চাই
তোমার প্রেম চির জিন্দা
মনসুর হেল্লাজ সহ্য করছে কতইনা যন্ত্রণা
আমায় তুমি তোমার প্রেমে করো দেওয়ানা
তোমার চরণ ধুলি অঙ্গেতে মাখি
ধুর করিবো হৃদয়ের কালি
তুমি সুন্দর সত্য প্রেমময়
ক্ষমা করো আমায়
প্রেম চাই অধমে
প্রেম বিহীন জীবন মৃত
তোমার প্রেমে আত্মা হয় পবিত্র
তোমার সে প্রেমের পবিত্র বাণী
আমার সর্বাঙ্গে হোক প্রশংসার ধ্বনি
জয়ধ্বনি গাইতে গাইতে
হোক দিদার তোমার সাথে
জানুক বিশ্ববাসী প্রেমই যে শ্রেষ্ঠ
তুমি আর আমি
মিশে হবো এক প্রেমের কাহিনী