ছোটবেলায় বড় হতে ব্যস্ত হয়ে যায়
ইস্কুলে পড়তে চায় না চাকরি করতে চায়
বড় হয়ে চাকরি করে আর ছোট হতে কাঁদে
বিয়ে করে সন্তান জন্ম দিয়ে চোখের পানি ঝরে
যদি আবার ছোট হতাম কত ভালো হতো
যদি আবার ইস্কুলে যেতাম কত ভালো হতো
টাকা টাকা করে জীবন আজ এলোমেলো
লাগেনা আর বৃদ্ধকালে সোনার জীবন ভালো
হারিয়ে গেছে সোনালি দিন লাগেনা আর রঙিন
বলে চাই হতে ছোট ফিরিয়ে দাও সে দিন।