কাঁদে রবীন্দ্রনাথ কাঁদে, কাঁদে নজরুল
হায় কাঁদে আহমদ ছফা দেখে সাহিত্যিকদের ভুল।
তাঁরা লিখেছিল মানুষের জন্য
আজকের সাহিত্যিকরা লেখে খ্যাতি লাভের জন্য
বড় বড় পদক আর স্বর্ণ, লোভে মগ্ন!
ছন্দই নয়তো কবিতার মূল
কঠিন শব্দে যদি থাকে ভুল,
মিথ্যে গল্প আর ভুল ছন্দে
লেখা যায় হাজারও গল্প কবিতা ঢঙে।
সাহিত্য নয়তো শুধু জনপ্রিয়তা, সাহিত্য হচ্ছে হৃদয়ের সাধনা।
দেখে সাহিত্যিকদের লেখা তাই বুঝি কাঁদে আজ তাঁরা।
কাঁদে রবীন্দ্রনাথ কাঁদে, কাঁদে নজরুল
হায় কাঁদে আহমদ ছফা দেখে সাহিত্যিকদের ভুল।
-২
যা ইচ্ছে লিখে যাও মিয়া নয় আর ছয়
মানুষের উপকারে আসুক আর না আসুক হোক তোমার পরিচয়,
এই যদি হয় সাহিত্য সাধনা
তবে তুমি লেখক কবি হতে পারো কিন্তু সাহিত্য প্রেমিক না।
পড়লেই যদি লেখা যায় গল্প কবিতা
আর গল্প কবিতা পড়লেই যদি হয় লেখক, কবি।
হায় তবে জেনে রাখো তুমি ‘হে কবি
তোমার মাঝে নেই মানবতার ছবি।
সাহিত্য সাধনা অন্তরে থাকে, অন্তরে করে বাস
কতজনেই হয়েছে লেখক, কবি।
নেই মানব প্রেম নেই তোমার হৃদয়ে মানবতার সুবাস।
আরে মিয়া এই যদি হয় অন্তরের অবস্থা
তবে তুমি লেখক, কবি হতে পারো সাহিত্য প্রেমিক না।
তোমার মাঝে নেই মানবতা
সাহিত্য প্রেমিক আর লেখক, কবি এক নয় মিয়া
লেখক কবিরা আজ কাল খোঁজে ব্যবসা।
সাহিত্য প্রেমিক খোঁজে ভালোবাসা।
সাহিত্য প্রেমিক যে, তার মাঝে রবেনা রে
হিংসা, অহংকার, নিন্দা, লোভ-লালসা।
কিসের ভয়! কিসের লজ্জা!
হাতের কলম বড় অস্ত্র
যা দিয়ে তুমি পরিবর্তন করবে এই বিশ্ব,
ধ্বংস হবে সমাজের কালো ছায়া।
যা ইচ্ছে লিখে যাও মিয়া নয় আর ছয়
মানুষের উপকারে আসুক আর না আসুক জানুক তোমার পরিচয়,
এই যদি হয় সাহিত্য সাধনা
তবে তুমি সাহিত্যের কিছুই জানো না।
নয় হিংসা, নয় অহংকার, নয় নিন্দা, নয় লোভ-লালসা
সাহিত্যের মূল শিক্ষা।
সাহিত্য প্রেমিক প্রকৃত কবি, লেখক গণেরা
অন্তরে রাখে মানব প্রেম,
চোখে রাখে মুখে রাখে ধ্যানে রাখে জ্ঞানে রাখে
মানব প্রেম, রাখে মানবতা,
তাদের কলমে থাকে সত্য কথা।
যা ইচ্ছে লিখে যাও মিয়া নয় আর ছয়
এই যদি হয় তোমার অন্তরের অবস্থা,
তবে তুমি কবি নও, নও তুমি লেখক।
কিসের সাহিত্য প্রেমিক তুমি
করিতেছ লোভ-লালসা, করিতেছ সমাজ ধ্বংস
লিখে অশ্লীল কথাবার্তা।
মানুষের উপকারে আসুক আর না আসুক হোক তোমার পরিচয়
যা ইচ্ছে লিখে যাও মিয়া নয় আর ছয়।