ছলছল নয়নে
তোমারই বাগানে
প্রেম আসে
উদাসী মনে।
বুঝিনা কিছু
যায় আসে ঋতু
প্রেমেরই অভাবে
কাতরিয়ে মরি ভুবনে
পোড়াও তুমি পুড়ি
তোমারই বাগানে।