কার প্রিয় কি
নাহি আমি জানি
আমার প্রিয় বই
তোর মতো যত্নে রাখি তারে
আমি কারো নই,
তুই গেলি কই
আমি আগের মতোই রই
আমার প্রিয় বই
আজও তোরই আমি হই।