আমার মায়ার গাড়ি
ভিষণ ভারি
চলিয়াও চলে না
হায়রে চলিয়াও চলে না।
বছরে তিনশো পয়ষট্টি দিন
তার মধ্যে কোন কোন দিন
গাড়ি ভালো থাকে না।
দুই চাক্কার গাড়ি
করে বাহাদুরি
ডাইনে বামে দেখে না।
অনিশ্চিত ভবিষ্যৎ
তা নিয়ে থাকে মত্ত
বর্তমান পেয়ে খুশি না।
তাই অধমের ভাবনা
মন কেন মানুষ হয় না
ছাড়িয়া কামনা।