পিরিতির রীতি ভীষণ যন্ত্রণা
বাইরে হাসে ভিতর পুড়ে কেউ তা দেখে না।
হাসিতে সে ভালো থাকে
ভিতর তার ভালো নাইরে
গোপনে সে একলা কাঁদে,
সে কান্না কেউ দেখে না
পিরিতির রীতি ভীষণ যন্ত্রণা।
ভালোবাসায় বাঁধতে পর
পাখি ছাড়ে আপন ঘর
ওরে সে ঘর যদি করে পর
এই বেদনা কেউ বুঝে না
বাইরে হাসে ভিতর পুড়ে ভীষণ যন্ত্রণা।