বাবা মায়ের মধুর মিলন
হলো জন্ম আমি অধম
এবার চিনে নে তুই সে দম
যেথায় বিরাজ মন মহাজন
আপন মাঝে দেখরে অধম আপনায়।
কে জ্বালায় আগুন কে পুড়ে
কার পিছে কে ঘুরে
আবার লাশ বলে কারে ডাকে
এবার চিনে নে তুই সে দম
আপন মাঝে দেখরে অধম আপনায়।
যে চিনেছে যে পেয়েছে
দুঃখ তার দূর হয়েছে
সুখ তার পায়ের নিচে
যেথায় বিরাজ মন মহাজন
আপন মাঝে দেখরে অধম আপনায়।