তোমার ছোঁয়া নেবো বলেই
প্রজাপতি হওয়ার সাধনায় বসেছি।
তোমার ছোঁয়া নেবো বলেই
ফুল হওয়ার সাধনায় বসেছি।
তোমার ছোঁয়া নেবো বলেই
বৃষ্টি হওয়ার সাধনায় বসেছি।
তোমার প্রেম নেবো বলেই
ভিখারি হওয়ার সাধনায় বসেছি।
তোমাকে পাবো বলেই
তোমাকে পাওয়ার সাধনায় বসেছি।
আমার সকল সাধনাই তুমি
তোমাকে পাবো বলেই সাধনায় আমি।