আমায় নিয়া বাইন্ধো বন্ধু ভালোবাসার ঘর
রাইখো না দূরে বন্ধু আসে যদি ঝড়
আমার ভালোবাসায় বন্ধু এশকে প্রেম হইও।
তুমি আমার আমি তোমার রইখো কথা
গায়ে দিমু কাঁচা হলুদ পায়েতে আলতা
থাকবো বন্ধু গায়ে তোমার বেনারসি শাড়ি
জানবো লোকে তুমি শুধু আমারি।
তোমায় নিয়া থাকমু বন্ধু ভালোবাসার ঘরে
দুঃখকষ্ট দূর কইরা দিমু আদরে আদরে
একই সঙ্গে হাঁটমু দুইজন কঠিনও দিনে
আমার ভালোবাসায় বন্ধু এশকে প্রেম হইও।