গরম ভাতে পানি ঢেলে
খায় বানিয়ে পান্তা
সাথে আছে ভাজা ইলিশ
নানা রকমের ভর্তা।
আম জাম কাঁঠাল লিচু
কিনেছে সাহেব কত কিছু।
ম্যামকে সাথে নিয়ে গাড়িতে চড়ে
রঙিন পোশাক পরে মেলাতে ঘুরে,
নববর্ষের আনন্দে
হাটচ্ছে, খাচ্ছে, হাসচ্ছে, কত কী যে
বৈশাখ বলে কথা সাহেব।
হা হা হা, খা খা খা।
হাসি থাকে মুখে
দুঃখ রাখে বুকে,
ইট পাথরের এই শহরে
গোপনে অনেকে কাঁদে।
বৈশাখী ঝড়ের মত
এই হৃদয় ক্ষত,
কতশত বাড়ি গাড়ি টাকা
গরীবের পকেট ফাঁকা,
ক্ষুধায় পেট বলছে কত কথা
যার মাথা তার ব্যথা।
আম জাম কাঁঠাল লিচু
কিনেছে সাহেব কত কিছু।
গরম ভাতে পানি ঢেলে
খায় বানিয়ে পান্তা
সাথে আছে ভাজা ইলিশ
নানা রকমের ভর্তা।