ওরে যাওরে যাও যাওরে মন
নিজ ঘরখানায়, যে আছে আপনায়
যাওরে মন সে ঘরখানায়
যে আছে আপনায়।
ছুটো মরিচীকার পিছু
তাই বুঝি দেখো না কিছু,
ভালো মন্দের হিসাবটুকু
একবার করে যাও, ধুলিরও ধরায়
যাওরে মন যাওরে আপনায়।
নিজেই হচ্ছো বিশ্ব তুমি
তোমাতেই দেখবে আপনি আমি,
কেবা আমি কেবা তুমি
তা চিনে নেও,
ভালো মন্দের হিসাবটুকু
একবার করে যাও।
অভাগা অধম ডাকে
মন আমি আমিটাকে, শুদ্ধ বানাও
যাওরে মন সে ঘরখানায়
যে আছে আপনায়।