আমি নষ্ট হওয়ার পিছে তোমার হাত,
এখন আমি খাই সিগারেট, মদ, আরও অনেক কিছু, খাইনা ভাত।
আমি নষ্ট হওয়ার পিছে তোমার শেষ কথা,
যে-কথা ঘুমাতে দেয়না আমায় রাতে, সিগারেটের ধোঁয়াতে ঘুচি ব্যথা।
আমি নষ্ট ছিলাম না, তুমি নষ্ট করেছ কষ্ট দিয়ে,
এই-যে এখন জিজ্ঞেস করলে বলি, ভালোই তো আছি হেসে।
তুমি ফুল দিয়েছ, ভালোবাসা শিখিয়েছ, স্বপ্ন দেখিয়েছ,
অথচ সবকিছু তুমি নিজ হাতেই ধ্বংস করলে,
আর আমি হলাম পাড়ার নষ্ট ছেলে।
কিন্তু বছর চারেক আগেও এই পাড়ায় আমার প্রসংশার ধ্বনিতে-
কেঁপে উঠতো পাড়ার অলিগলি,
কেঁপে উঠেছিল তোমার হৃদপিণ্ড!