যদি আজ রবীন্দ্রনাথ থাকতেন
থাকতেন নজরুল বেঁচে
তবে আজ কি লিখতেন
পাঠকের কমেন্ট ফেসবুকে পড়ে?
সেকালের কবিরা
আর একালের পাঠকরা
যদি মিলে হয়ে যেতো একই কাল
তবে কি সাহিত্য হেঁটে যেতো বেতাল?
রবি লিখেছেন,
“ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।”
তখন যদি কেউ কমেন্টে লিখতো
চাবি নহে, হবে তালা
কমেন্ট দেখে রবি ঠাকুরের হতো কি তবে জ্বালা?
দুখু মিয়া লিখেছেন,
“মোর প্রিয়া হবে এসো রাণী দেব খোঁপায় তারার ফুল।”
তখন যদি কেউ কমেন্টে লিখতো
কত ফুলই তো আছে কেনো তারার ফুল!
কমেন্ট দেখে কি রিপ্লাই দিতেন বিদ্রোহী নজরুল?
সেকালে লিখে
কেউ প্রেমের কবি হয়েছে
সেকালে লিখে
কেউ বিদ্রোহী খেতাব পেয়েছে,
কিন্তু একালের মতো কাউকে হত্যা করা হয়নি!
একালে কেউ বিদ্রোহী হতে পারে না
কেউ লিখতে পারে না, বলতে পারে না
কলমে লিখলে, মুখে বললে, হতে হয় মৃত লাশ!
তাই একালে কেউ কবি হতে পারে না
হতে পারে দালাল পা-চাটা দালাল!
একালে, সেকালে
কোনকালে,
গেছে যে কাল কালে
তাই ছিল ভালো সকলেই বলে।