আরকি আসবে ফিরে সেইদিন
ভাবি বসে একলা মন
সোনার ফসল মাঠে
ঘুরে বেড়াতাম সবুজ ঘাসে।
কোথায় গেলো পুরানো সেইদিন
দেখতাম পুকুর পাড়ে বসে
মাছ ধরতো কত লোকে।
কোথায় গেলো পুরানো সেইদিন
যাত্রা দেখতে ছুটে যেতাম
আঁধার রাতে বহু পথ হেঁটে।
সবাই ছুটি এখন টাকার পিছে
পুরানো দিন ভুলে
ভালোবাসা দিয়ে ভালোবাসা কিনতে
গেছি এখন ভুলে।
সবাই জমায় টাকা
আমি চাই জমাতে মানুষের ভালোবাসা।
আরকি আসবে ফিরে সেইদিন
ভাবি বসে একলা মন,
বন্ধুবান্ধব আত্মীয় স্বজন
কোথায় গেলো তারা এখন
ব্যস্ত সবাই যার যার মতন।
অর্থ তুমি বড়ই শক্ত স্বার্থবাদী মন
ভুলে উপকারের কথা, তোমার কাছে নত হয়
বন্ধুবান্ধব স্বজন।
কোথায় গেলো পুরানো সেইদিন
আরকি আসবে ফিরে
কথায় আছে যায় দিন ভালো
আসে দিন কঠিন ওরে।