হারিয়ে যাওয়ার পরে খুঁজে
কী লাভ জগতে?
যে গিয়েছে হারিয়ে
আসবে না সে ফিরে।
থাকতে তারে তুচ্ছ করে
হেলায় হেলায় অবহেলায়
সে যা হারিয়ে,
মানুষ মরার পরে
বাড়ে কদর জগতে!
কী লাভ সে আসে কি ফিরে?