কাঁদিলে চোখের জলে
হয় কি মনের মানুষ মনা
কমে যায় চোখের জ্যোতি
মানুষ আর পাইবা না।
থাকতে মানুষ মানুষকে
আপন করতে হয় ভবে
চলে গেলে হায় তবে
আপন পর হয় মনা।
হয়ত দুদিন আগে বা পরে
দেখা হয় চলার পথে
ক্ষমা চেয়ে লও তবে
এই সুযোগ আর পাইবা না।
অধমের নাই জ্ঞান বুদ্ধি
জানি না কখন কি লিখি
থাকতে তাই ক্ষমা চাচ্ছি
ক্ষমা করবেন সকল জনা।