আদার সাথে কথা বলে গাধা হলাম
চাল ডাল আর তেল চড়া দামে কিনলাম,
সবজির বাজার সে-ও অনেক চড়া
ভাত খাবে মধ্যবিত্ত সে কপাল পোড়া!
হিমশিম খাচ্ছে বাজার করতে গিয়ে,
গাড়িতে চড়ে নাই শান্তি ভাড়া গেছে বেড়ে।
উচ্চবিত্ত তার তো মহা শান্তি
নাই চিন্তা ভাবনা কোনো কিছুর কমতি,
আলমারিতে টাকা আছে, আছে টাকা চেকের পাতাতে
দেশে কি হচ্ছে তা নিয়ে ভাবার সময় নেই তাতে,
এদিকে মধ্যবিত্ত মরে নাকি বাঁচে
নাইগো সে ভাবনা কারোর মাথাতে।
উচ্চবিত্ত খাচ্ছে
মধ্যবিত্ত ভাবছে
আর নিম্নবিত্ত দেখছে,
আর আমার সোনার বাংলা নাচছে
উন্নয়নের জোয়ারে ভাসছে!
হায় হায় উচ্চবিত্ত হাসছে
আর আমার মন কাঁদছে।